পূর্ব মেদিনীপুরে বন্যা ও জলবন্দি পরিস্থিতি নিরসনে কলকাতা অভিযানের প্রস্তুতির জন্য ভুক্তভোগীদের সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার বন্যা প্রতিরোধ ও জল নিকাশী সমস্যার স্থায়ী সমাধানে সমস্ত নিকাশি খালগুলি অবিলম্বে সংস্কারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটি ১২অক্টোবর কলকাতা অভিযানের ডাক দিয়েছে। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ সোয়াদিঘি খাল সংস্কার সমিতির আহ্বানে জঁফুলি দেশপ্রাণ হাইস্কুলে জঁফুলি ও সোয়াদিঘি খাল এলাকার কৃষক সহ ভুক্তভোগী জনসাধারনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গ্রামের শতাধিক বাসিন্দারা যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন অলক গাঁতাইত। বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সোয়াদিঘি খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা প্রমুখ।

নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত ২০২১ সালে কোলাঘাট ও শহিদ মাতঙ্গিনী ব্লক জলমগ্ন হওয়ার পর সেচ ও প্রশাসনের পক্ষ থেকে সোয়াদিঘি খাল খননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি তৎকালীন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রও একই কথা জানিয়েছিলেন। কিন্তু এখনও কোনো পদক্ষেপ না নেওয়ায় সরকারের ঘুম ভাঙতে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওইদিন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং সেচমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *