জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ অক্টোবর: শনিবার মেদিনীপুর পুলিশ লাইনে পশ্চিম বঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার পুলিশকর্মীদের মধ্যে যেসব অভাব-অভিযোগ ও সমস্যা রয়েছে সেগুলি নিয়ে এদিনের সভায় আলোচনা করা হয়েছে। এই আলোচনা সভায়
উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সভাপতি দিলীপ সরকার, কো অর্ডিনেটর শ্বান্তনু সিনহা, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ জেলা পুলিশের কর্তারা।
সভাপতি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ওয়েলফেয়ার বোর্ড কাজ করছে। পুলিশ কর্মীদের দুঃখ দুর্দশা দূর করতে রাজ্য সরকার প্রতিশ্রুতি বদ্ধ। এনভিএফ, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, রাজ্য পুলিশ সবাই একই পরিবারের সদস্য। তাদের পরিবারের সকলে যেন ভালোভাবে থাকে তা খোঁজ খবর নেবে ওয়েলফেয়ার বোর্ড। অন্যান্য জেলার মতই আগামী ১৭ অক্টোবর ঝাড়গ্রাম জেলায় সম্মেলন হবে।