Sukanta, BJP, Salim, Kabir, মহম্মদ সেলিম ও হুমায়ুন কবীরের বৈঠক! উভয় নেতাকে মুঘল সাম্রাজ্যের অংশ বলে কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ২৯ জানুয়ারি: নিউটাউনের হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেছেন মহম্মদ সেলিম। তা নিয়েই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাদের মুঘল সাম্রাজ্যের অংশ বলে কটাক্ষ করেছেন।

এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন ইকুয়েশন তৈরি হবার সম্ভাবনা দেখছেন অনেকে। কিন্তু এই বৈঠককে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বলতে গিয়ে তিনি বলেন, “আমরা দেখতে চাই মহম্মদ সেলিম এবং হুমায়ুন কবীর মিলেমিশে কী হচ্ছে? তাঁর কথায় এরা সবাই তো মুঘল সাম্রাজ্যের অংশ। হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে, আবার সেলিমও মুঘল সাম্রাজ্যের অংশ। আমরা সেটা ইতিহাসে পড়েছি। এখন দেখার কোন মুঘল কার হাত ধরে।”

প্রসঙ্গত, সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম দীর্ঘ বৈঠক করেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে। বুধবার নিউ টাউনের একটি হোটেলে এক ঘন্টার বেশি সময় ধরে তাদের বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে হুমায়ুন জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম আইএসএফ- এর সঙ্গে তিনি জোট করে লড়তে চান। তাই নিয়ে সেলিমের সঙ্গে কথা হয়েছে। জোটের বিষয় নওশাদ সিদ্দিকির দলের সঙ্গেও আলোচনার বিষয়টি সিপিআইএমের ওপরেই ছেড়েছেন বলে জানান হুমায়ুন কবীর।

তবে আলোচনা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চাননি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জোটের বিষয়েও নিশ্চিত করে কিছু বলেননি তিনি। সেলিম জানিয়েছেন, হুমায়ুন কবীর বিভিন্ন জায়গা থেকে তাঁকে বার্তা পাঠাচ্ছিলেন। তাই সাক্ষাৎ হয়েছে বুধবার। তিনি বলেন, “আমি তো বলেইছিলাম নতুন দল করলে আমি কথা বলব। ভাবনা জানলাম। এবার আমি দলকে তা জানাবো। কিন্তু হুমায়ুনের দল কী ধর্মনিরপেক্ষ? সেই প্রশ্নের উত্তরে সেলিম বলেন, “তিনি মুখে তো তাই বলছেন। তবে আমি বলেছি ও আগে যে সমস্ত কথাবার্তা বলেছে তা বলা যায় না, এ নিয়ে আলোচনা হবে।”

এদিকে সেলিম ও হুমায়ুন কবীরের বৈঠক নিয়ে সিপিএমের বড় অংশের বক্তব্য, যে নেতা বাবরি মসজিদ তৈরি করেছেন তার সঙ্গে জোট জোর করে চাপিয়ে দিতে চাইলে তাতে হিতে বিপরীত হতে পারে। অনেকটা আইএসএফ- এর সঙ্গে জোটের মতো পরিণতি হতে পারে সিপিএমের। জোটের খবর ছড়িয়ে পড়তেই দলের ভেতরে প্রতিরোধের আবহও তৈরি হতে শুরু করেছে বলে খবর। অনেকেই বলেছেন হুমায়ুন কবীরের সঙ্গে জোট সিপিআইএমের কফিনের শেষ পেরেক পোঁতার ঘটনা হয়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *