পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ ডিসেম্বর: আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আজ মেচেদার বিদ্যাসাগর স্মৃতি ভবনের রোকেয়া হলে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। একাধিক বিষয়ের ভিত্তিতে এই সভা অনুষ্ঠিত হয়। সেগুলি হলো- অতিরিক্ত সিকিউরিটির নামে বিদ্যুৎ বিলের বাড়তি বোঝা ও স্মার্ট মিটারের মাধ্যমে স্মার্টলি টাকা লুট প্রতিরোধ এবং জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন ২০০৩ (সংশোধনী ২০২২) বাতিলের দাবিতে ৪ ও ৫ মার্চ ২০২৫ দিল্লি অভিযান কর্মসূচির প্রস্তুতি।
সভায় বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নীরেন কর্মকার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অ্যাবেকার জেলা নেতৃত্ব জয়মোহন পাল, শঙ্কর মালাকার, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।