জে মাহাতো, মেদিনীপুর, ২ জুলাই: শনিবার মেদিনীপুরে বিদ্যাসাগর হলে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলা কিষান ক্ষেত মজদুর সংগঠনের ডাকে কেন্দ্র সরকারের কৃষক নীতির বিরুদ্ধে ও ২১ শে জুলাই শহীদ দিবসের সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, কৃষাণ সেলের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, বিধায়ক অজিত মাইতি, দীনেন রায়, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ , জেলা সভাপতি সুজয় হাজরা।
পূর্ণেন্দু বসু বলেন বর্তমান সময়ে এ রাজ্যে কৃষক আন্দোলন চোখে পড়ে না, কারণ বর্তমান রাজ্য সরকার তথা শাসক দল কৃষকদের মূল সমস্যার উপর কাজ করছে।

