চিত্ত মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জানুয়ারি: স্বামীর চিকিৎসার জন্য ধার নেওয়া টাকা শোধ না করতে পারাতেই খুন হতে হয়েছিল ডেবরার মীনা কেঁড়ায়কে। দীর্ঘদিন ধরেই স্বামীর অসুস্থতার কারণে ওই এলাকার কয়েকজনের কাছে টাকা ধার নিয়েছিল মীনা কেঁড়ায়। এমনকি কিছু সময়ে তাকে দেহও দিতে হয়েছে কয়েকজনকে। মীনা কেঁড়ায়কে গ্যাং মার্ডার করা হয়েছে বলে দাবি পুলিশের। ৭ টাকা দিয়ে কেনা হয়েছিল দড়ি। মোট এক মহিলা সহ ৫ জন পুরুষ এই ঘটনায় যুক্ত।তাদের প্রত্যেককেই গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। ধৃতরা বর্তমানে পুলিশ রিমান্ডে আছে। আজ সেই ঘটনার পূর্ননির্মান করল ডেবরা থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নিয়ে এক ঘন্টার বেশী সময় ধরে পুরো ঘটনার পুনর্নির্মাণ চলে।