মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৫০০ টাকা দিল মেদিনীপুর সায়েন্স সেন্টার

আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মে: বিজ্ঞান চর্চার পাশাপাশি লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়াল মেদিনীপুর শহরের প্রাচীনতম বিজ্ঞান সংগঠন ‘সায়েন্স সেন্টার’। কিছুটা দেরিতে পাওয়া খবরে জানাগেছে, শুক্রবার দুপুরের পর সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল মেদিনীপুর সদরের মহকুমা শাসক দীননারায়ণ ঘোষের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান বাবদ তিরিশ হাজার পাঁচশো(৩০,৫০০) টাকার একটি চেক তুলে দেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আশীষ কারক, অর্ণব দে, প্রলয় সাঁতরা, অনুপম রায় প্রমুখ।

করোনা মোকাবিলায় ইতিপূর্বে সায়েন্স সেন্টারের তরফে জনসচেতনতা প্রচার, ত্রাণসামগ্রী বিতরণ, স্থানীয় বাজারে সবজি বিক্রেতাদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা প্রচার চলছে সায়েন্স সেন্টারের উদ্যোগে।

সংস্থার সম্পাদক সুচাঁদ পান ও সভাপতি ডঃ গোপাল চন্দ্র বেরা বলেন, মানুষের জন্যই বিজ্ঞান। তাই মানুষের ব্যধি মুক্তি ও কুসংস্কার মুক্ত বিজ্ঞান মানসিকতা গঠনে সায়েন্স সেন্টার মানুষের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *