পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মেদিনীপুর সদর ডেকরেটর ওনার্স ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশনের জোন সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জোনের সভাপতি বাবলু দাস, সম্পাদক আশীষ দাস, চিত্তরঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এই সম্মেলন থেকে সরকারের কাছে নানান দাবি জানানো হয়। মূল দাবিগুলো হলো ডেকরেটিং শিল্পকে ক্ষুদ্র শিল্পের মর্যাদা, শিল্পের সামগ্ৰী পরিবহনের ক্ষেত্রে পুলিশি হয়রানি বন্ধ করা, এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের বীমা চালু এবং সার্ভিস চার্জ বাতিল করা।
আজকের এই সম্মেলনে মেদিনীপুর সদর জোনের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নুতন কমিটি গঠন করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন চট্টোপাধ্যায়।

