আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ এপ্রিল: মেদিনীপুর প্রেসক্লাবের উদ্যোগে রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজের গেটের সামনে রোগীর আত্মীয় স্বজনদেরকে রান্না করা খাওয়ার তুলে দেওয়া হয়েছে। এদিন কোতোয়ালি থানার সহযোগিতায় প্রেস ক্লাবের সদস্যরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসা রোগীর পরিজনদের খাবার বিতরণ করে।

মোট ৬৫০ জনের হাতে দুপুরের খাওয়ার তুলে দেওয়া হয়। খাদ্য তালিকায় ছিল ভাত, ডাল, তরকারি ও ডিমের কারি। লকডাউন পরিস্থিতি চলতে থাকলে আগামীদিনেও এই কর্মসূচি নেওয়া হবে বলে প্রেস ক্লাবের সভাপতি সৌমেশ্বর মন্ডল জানিয়েছেন।

