একাধিক অভিযোগে বিজেপির বিরুদ্ধে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস ধিক্কার মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানের পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ নবান্ন অভিযানকে ‘বিজেপির বর্বরতা’ বলে কটাক্ষ করা হয়েছে। এবার বিজেপির বিরুদ্ধে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস ‘ধিক্কার মহামিছিল’ নিয়ে পথে নামলো।

রবিবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ‘নবান্ন অভিযানের নামে বর্বরতা’, ১০০ দিনের কাজ সহ বাংলার মানুষের অধিকারের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা, ইডি- সিবিআইয়ের রাজনীতিকরণ প্রভৃতি একাধিক অভিযোগ এনে প্রতিবাদ হিসেবে মেদিনীপুর শহরে ধিক্কার মহামিছিল করে।

বিজেপির নবান্ন অভিযানের দিন একাধিক বিজেপি নেতা আটক হন। চলে জলকামান, লাঠি। আগুন জ্বলে পুলিশের গাড়িতে৷ সেইদিন শুভেন্দু অধিকারীকে পুলিশ আটক করার সময় মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে তার বচসা হয়। তিনি পুরুষ হওয়ায় মহিলা পুলিশ কর্মীদের তাকে স্পর্শ করতে নিষেধ করেন তিনি। তার সেই দিনের ইংরাজি বক্তব্যকে নিয়ে প্ল্যাকার্ড বানিয়ে ও মুখোশ পরে মিছিলে কটাক্ষ করা হয় বিরোধী দলনেতাকে। মিছিলে ছিল কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মুখোশধারীও৷ প্ল্যাকার্ডে তাকে ‘ইণ্ডিয়াস বিগেস্ট পাপ্পু’ বলেও কটাক্ষ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *