জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ আগস্ট:
ল্যাবরেটরির কর্মীরা করোনা আক্রান্ত হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এরফলে সংগৃহীত নমুনাগুলি কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসি আর ল্যাবরেটরির চার জন কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন টেকনিশিয়ান স্টাফ, একজন ডাটা এন্ট্রি অপারেটর ও দুজন ল্যাবরেটরিতে সাহায্যকারী কর্মী। ২৪ আগস্ট তারা করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তারপরেই নমুনা পরীক্ষা আপাতত স্থগিত রেখেছেন এবং ল্যাবরেটরীতে কর্মরত অন্যান্য কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই কিছুদিনের জন্য ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখা হয়েছে বলে মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু সাংবাদিকদের জানিয়েছেন।

