পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মেদিনীপুর জেলা প্রশাসন একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে শহরের অরবিন্দ স্টেডিয়ামে ম্যাচটি হয়। জয়লাভ করে জেলা প্রশাসন একাদশ।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে সাংবাদিকদের দল ১৩৪ রান করে। পরে জেলা প্রশাসন একাদশ ব্যাট করতে নেমে ১৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেন।

জেলাশাসক খুরশিদ আলি কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য আধিকারিকরা খেলায় অংশ নেন। জেলাশাসক ও পুলিশ সুপার বলেন, দলবদ্ধভাবে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। এই ধরনের খেলার মাধ্যমেই দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে।

