কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে :
ঘাটাল থানার রত্নেশ্বরবাটিতে পরপর দুই জনের মৃত্যু হয় ৭ দিনের মধ্যে। তাদের মধ্যে একজনের ডায়েরিয়া হয়েছিল বলে জানা গেছে। এই ঘটনার পর শনিবার থেকে এলাকায় মেডিকেল টিম বসেছে ঐ এলাকায়। রবিবার মেডিকেল টিম পরিদর্শনে অাসে। গ্রামের পুকুর গুলিকে দূষণ মুক্ত করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে।
শনিবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং ঘাটাল থানার ওসি। রবিবারও ওই এলাকা পরিদর্শনে যান ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল ব্লক স্বাস্থ্য অাধিকারিক মনোজিৎ বিশ্বাস। তাঁরা এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। ওই এলাকায় ঠিকমত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেই বিষয় খতিয়ে দেখেন। ব্লক স্বাস্থ্য অাধিকারিক জানান, পুকুরের জলের নমুনা সংগ্রহ করা হয়েছে, মেডিকেল টিম কাজ করছে, ১৪ জনের শারীরিক খারাপ ছিল তাদের অবস্থা উন্নতি হয়েছে।ঐ এলাকা এখন কন্ট্রোলে অাছে। ৭ দিন মেডিকেল টিম কাজ করবে ঐ গ্রামে।