আমাদের ভারত, ৫ মার্চ:যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়াশোনা শেষ না করেই ফিরে এসেছে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া। তবে দেশে ফিরে তারা তাদের ইন্টার্নশিপ শেষ করার সুযোগ পাবেন। কিন্তু তার জন্য তাদের ফরেন মেডিকেল গ্রাজুয়েট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শনিবার এই কথা জানিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন।
এদেশের নিয়ম অনুযায়ী বিদেশে মেডিকেল পড়ুয়াদের দুটি ইন্টার্নশিপ করতে হয়। সংশ্লিষ্ট দেশে ইন্টার্নশিপ করে ফেরার পর আবার নিজের দেশে ইন্টার্নশিপ করতে হয়। কম খরচে মেডিকেল পড়ার সুবিধার জন্য ইউক্রেনে মেডিকেল পড়তে যান ভারতীয়রা। বিদেশমন্ত্রক জানিয়েছে ইউক্রেনের কুড়ি হাজার ভারতীয় পড়ুয়া রয়েছেন। তাদের মধ্যে অনেকেই ইন্টার্নশিপের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই সব পড়ুয়ারা যাতে অসুবিধায় না পরে এবং তারা দ্রুত প্র্যাক্টিস করতে পারেন সে সুবিধা করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বিদেশে এমবিবিএস পাশ করার পর পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে ইন্টার্নশিপ শেষ করার জন্য তাদের আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডেপুটি সেক্রেটারি শম্ভু শরণ কুমার। পরীক্ষায় পাস করলে ইন্টার্নশিপ শেষ করার যোগ্য বলে বিবেচিত হবে তারা।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা কয়েক হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের কোর্স শেষ করা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেক্ষেত্রে এই সিদ্ধান্ত অবশ্যই আশার আলো হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।
ইউক্রেন থেকে ফেরত আসা ডাক্তারি পড়ুয়াদের দেশের মেডিকেল কলেজগুলোতে এককালীন সুযোগ দিতে আবেদন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এব্যাপারে আই এম এর তরফে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দেওয়া হয়। বলা হয় ছাত্র-ছাত্রীদের ভৌগলিক পছন্দের কথা মাথায় রেখে একটি বন্টন প্রক্রিয়ার মাধ্যমে দেশের মেডিকেল কলেজগুলোতে তাদের জন্য ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে তারা শুধু সরকারকেই নয় ন্যাশনাল মেডিকেল কমিশন এর কাছে আবেদন করে। বিষয়টি নিয়ে আইএমএ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে দেখা করে। তারপরই ন্যাশনাল মেডিকেল কমিশনে তরফে বলা হয়েছে ইউক্রেন থেকে ফেরার ডাক্তারি পড়ুয়ারা সেখানে অসম্পূর্ণ ইন্টার্নশিপ করতে সুযোগ পাবেন এদেশে তবে তাদের ফরেন মেডিকেল গ্রাজুয়েট এক্সামিনেশনে বসতে হবে।