পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: নিজের প্রথম উপার্জন দিয়ে মানব সেবা করলেন ডাক্তারি পড়ুয়া সায়ন্তিকা হুই।
মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় বাসিন্দা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের প্রাক্তন জেলা পরিদর্শক দেবাশীষ হুই ও শিক্ষিকা রুমেলা সিংহ রায়-এর কনিষ্ঠ সন্তান ডাক্তারি পড়ুয়া সায়ন্তিকা হুই বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছেন। তিনি এমাসের গোড়াতে প্রথম বারের জন্য স্টাইপেন্ডের টাকা হাতে পেয়েছেন। সায়ন্তিকা চেয়েছিলেন ইন্টার্নশিপ থেকে পাওয়া স্টাইপেন্ডের টাকা দিয়ে মানব সেবা করতে। তিনি তাঁর ইচ্ছের কথা বাবা-মাকে জানান।
মেয়ের এই প্রস্তাব খুশি হন সায়ন্তিকার বাবা-মা। তাঁরা যোগাযোগ করেন কুইকোটা পরশমণি ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে। সেইমতো সায়ন্তিকা হুইয়ের পরিবারের উদ্যোগে এবং ‘পরশমণি’-র ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরের রাঙামাটি ওভারব্রিজ ও অশোকনগরের ভুঁইঞা পাড়া এলাকায় দুঃস্থ শিশুদের হাতে বিরিয়ানি’র প্যাকেট তুলে দেওয়া হয়। বাবা দেবাশীষবাবুর সঙ্গে উপস্থিত থেকে সায়ন্তিকা খাদ্যদ্রব্য তুলে দেন শিশুদের হাতে। ছিলেন পরশমণির সদস্যরাও।
উল্লেখ্য, সায়ন্তিকা হুই বরাবরই একজন মেধাবী ছাত্রী। রাজ্যে অষ্টম স্থান অধিকার করে ২০১৭ সালে মিশন গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হন সায়ন্তিকা। উচ্চ-মাধ্যমিকেও ভালো ফল করেন। সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যে চতুর্দশ স্থান অধিকার করেছিলেন সায়ন্তিকা।