আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মার্চ:
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের দোগাছিয়া থেকে কেষ্টপুর বাজার পর্যন্ত রোড’শো করে ভোট প্রচার করেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রীতিশ রঞ্জন কুয়ারের সমর্থনে এই রোড’শো করেন।

এই রোড’শোর পর বিজেপি কর্মীসমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন তখন কেশপুর ময়দানের কাছে বিজেপি কর্মীসমর্থকদে কটূক্তি করে বলে অভিযোগ। এরপর তারা লাঠিসোঁটা নিয়ে নিজেপি বিজেপি সমর্থকদের মারধর শুরু করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকাজুড়ে। এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যম কর্মী শান্তনু পান। কেড়ে নেওয়া হয় মোবাইল সহ একাধিক জিনিসপত্র। এরপর তাঁকে তৃণমূল কর্মী সমর্থকরা পুলিশের সামনেই মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেখানে যায় আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী। এর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


