বড়দিন উপলক্ষ্যে পথের সারমেয়দের জন্য ভুরি ভোজ পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর: বড়দিন উপলক্ষ্যে ভুরি ভোজের আয়োজন করলেন পুরুলিয়া শহরের কয়েকজন পশু প্রেমিক।কোনও মানুষের জন্য নয়,পথে থাকা সারমেয়দের জন্য মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করে তাদের মুখের সামনে তুলে ধরলেন ওই পশু প্রেমিরা। বুধবার বড়দিনে যখন বিভিন্ন শ্রেণির মানুষ বন্ধু বান্ধব, পরিবারের সঙ্গে বিভিন্ন যায়গায় পিকনিকে গিয়েছেন সেই আঙ্গিকে একটু অন্য ধরনের ঘটনার সাক্ষী হলেন পুরুলিয়া শহরবাসি। সকাল সকাল শুরু হয়ে যায় অভিনব এই ভাবনার প্রস্তুতির। রান্না করে একটি টোটোতে পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় নিয়ে শাল পাতায় করে সারমেয়দের কাছে পরিবেশিত হল খিচুড়ি।

বিভিন্ন পেশায় যুক্ত কাশীনাথ নন্দী, জয়ন্ত চক্রবর্তী, ছোটন মুখার্জি, তুহিন ঘোষ এই রকম এক মনের ১০-১২ জন মানুষ বেলা থেকে কয়েক ঘণ্টা ধরে এই সেবামূলক কাজ করলেন। উদ্যোগী ওই ব্যক্তিদের এই অভিনব জীব সেবার কারণ হিসেবে তাঁরা জানালেন, ‘বাড়তি খাবার নর্দমায় ফেলে না দিয়ে অবলা জীবকুলের মুখের সামনে তুলে দিলে সমাজের ওই উপকারী জীব কুল বেঁচে থাকবে। সার্থক হবে স্বামী বিবেকানন্দের বাণী… জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর…। কাজেই আমরা এই ভাবে সবাই উদ্বুদ্ধ হয়ে জীব সেবা করি তাহলে স্বার্থক হবে মানুষ জন্ম বলে তাঁরা মনে করেন।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *