আমাদের ভারত, ৭ জুলাই: প্রভু জগন্নাথ ওড়িশাকে যেভাবে রক্ষা করেছেন বাংলাকেও সেভাবেই রক্ষা করুন। বালুরঘাটের বোয়ালদাড় জেলার অন্যতম বড় রথযাত্রায় অংশগ্রহণ করে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সম্প্রতি লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে ওড়িশাতে বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়েছে নবীন পট্টনায়কের বিজেডি সরকার। বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই পালা বদলের কথা মাথায় রেখেই জগন্নাথ দেবের কাছে বাংলাতেও পালাবদলের প্রার্থনা জানালেন সুকান্ত মজুমদার।সাংবাদিকদের কাছেই নিজের প্রার্থনার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
বিধি অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রা এবার শুরু হয়েছে দুপুরে। গোটা জেলার যেখানে যেখানে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয় সেখানে দুপুরের পরেই রথযাত্রার সূচনা হয়। সুকান্ত মজুমদার এদিন প্রথম বালুরঘাট ব্লকের বোয়ালদাড়ে রথের দড়ি টানেন। এরপর সেখান থেকে তপনে রাধা-গোবিন্দ মন্দিরে রথযাত্রা ও বালুরঘাটের নিউ টাউন ক্লাবের রথযাত্রায় অংশ নেন। পাশাপাশি বালুরঘাট শহরের বহু পুরানো দিপালী নগরের মাঠে রথযাত্রায় সামিল হন তিনি।
এদিকে দক্ষিণ দিনাজপুরের জেলা বিজেপি পার্টি অফিসের ভূমি পূজনের মাধ্যমে জেলা বিজেপি সদর কার্যালয়ের নির্মাণ কাজের সূচনা করেন সুকান্ত মজুমদার। এতদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সদর কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো একটি পুরনো বাড়ি। বছর সাত আগে দলের তরফে এটা কেনা হয়েছিল। সেই বাড়ি ভেঙ্গে এবার তৈরি হবে নতুন বাড়ি। প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো থাকবে নতুন ভবনে। সেই ভূমিপূজো ও ভিত্তিপ্রস্থর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সমস্ত জেলা নেতৃত্ব।