পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: ২১টি দেশজুড়ে ব্যবসা। শুধু ভারতেই ৫০০’র বেশি শোরুম রয়েছে এই আন্তর্জাতিক সংস্থার। শহর কলকাতায় আছে একাধিক শোরুম। পশ্চিম মেদিনীপুরের ‘রেল শহর’ খড়্গপুরেও গত বছর পুজোর ঠিক আগে এই সংস্থার শোরুমের উদ্বোধন হয়েছে। এবার, জেলা শহর মেদিনীপুরেও নাম লেখালো আন্তর্জাতিক সংস্থা ম্যাক্স (Max)। শুক্রবার বেলা ১২টা নাগাদ শহরের ক্ষুদিরাম নগর এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ঠিক উল্টো দিকে তাদের নতুন বিপণির উদ্বোধন হল। হাজির ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাজীব মুখার্জি, মেদিনীপুরের স্বনামধন্য ব্যাবসায়ী তথা সমাজসেবী শান্তুনু চক্রবর্তী সহ অন্যান্য কর্তারা।
পুজোর আগে মেদিনীপুর শহরে জামাকাপড়ের নতুন এই শোরুমের উদ্বোধন ঘিরে এলাকাবাসীদের মধ্যে সকাল থেকেই ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। প্রথম ৪০০ জন ক্রেতার জন্য উপহারের ব্যবস্থাও রেখেছেন ম্যাক্স কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, এক বছর আগে খড়্গপুরে নিজেদের শাখা খুলেছিল ম্যাক্স। শুক্রবার মেদিনীপুর শহরের ক্ষুদিরাম নগর এলাকায় জেলা পরিষদের ঠিক উল্টোদিকে নিজেদের শাখা খুললো এই আন্তর্জাতিক সংস্থা। অত্যাধুনিক সমস্ত জামাকাপড়ের আকর্ষণীয় সম্ভার ছাড়াও ব্যাগ, বেল্ট, সানগ্লাস সহ সাজসজ্জার নিত্য নতুন পসরায় সাজানো তাদের এই শোরুম, এমনটাই জানিয়েছেন সংস্থার কর্তারা।