পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: এবার ডায়াবেটিস রোগ নিয়ে সচেতনতায় এগিয়ে এল ম্যাক্স হেলথ। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে ম্যাক্স হেলথ- এর কর্ণধার দেবাশীষ বেরা নিজের অফিসে একটি সাংবাদিক বৈঠকে জানান, সারা বিশ্ব জুড়ে যেভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই বিষয়ে ভাবনা চিন্তা নিয়েই সমাজে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করবে এই সংস্থা।
তিনি বলেন, কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, ডায়াবেটিস হলে কি কি ওষুধ খেতে হবে, খাবার কি খেতে হবে এই সব সংক্রান্ত আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এই নিয়ে রাজ্যের মধ্যে বৃহৎ পরিসরে একটি ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা মেলাও করবেন আগামী ১৪ই নভেম্বর বালিচকে ম্যাক্স হেলথ এর অফিস প্রাঙ্গনে। বিভিন্ন ডাক্তার থাকবেন এই মেলায়।
তিনি আরও জানান, এই ডায়াবেটিস নিয়ে একটি সচেতনতা মূলক প্রচার ট্যাবলোর উদ্বোধন করে বিভিন্ন এলাকায় প্রচার করা হবে। বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ প্রদান সহ আলোচনা শিবিরও করবেন।