স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,১০ জুন: স্থায়ী রেলগেটের দাবিতে রেল স্টেশনে অবরোধ মতুয়া সম্প্রদায়ের মানুষের। গেদে- শিয়ালদা শাখার নদীয়ার কৃষ্ণগঞ্জে তারক নগর স্টেশনের কাছে রেলগেটে দাবিতে বিক্ষোভ দেখান। আজ সকাল সাতটা থেকে এই অবরোধ শুরু হয় তারকনগর রেল স্টেশনে। প্রায় চার ঘণ্টা ধরে চলে এই অবরোধ।

এলাকাবাসীর দাবি, অস্থায়ীভাবে গেট বানিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতো, কিন্তু রেল কর্তৃপক্ষ সেই যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এরপর সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাদের দাবি, অবিলম্বে পাকাপোক্তভাবে রেলগেট করে দিতে হবে। অবশেষে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।


