অখন্ড নদিয়ার দাবিতে মতুয়া মহাসঙ্ঘের মিছিল শান্তিপুরে

স্নেহাশিষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ আগস্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী নদিয়া জেলাকে ভাগ করে রানাঘাটকে আলাদা জেলা হিসাবে ঘোষণা করায় শান্তিপুরের রাজপথে নেমেছিল হাজার হাজার মানুষ। অখন্ড নদিয়ার দাবিতে তারা প্রতিবাদে সামিল হয়েছিল। গতকাল সেই অখন্ড নদিয়ার দাবিতেই শান্তিপুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং সনাতনী মঞ্চের পক্ষ থেকে শান্তিপুরে একটি পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তুঘলকি সিদ্ধান্ত নদিয়া ভাগ, চৈতন্য ভাগ, অদ্বৈত মহাপ্রভুর নদিয়া ভাগ, রাজা কৃষ্ণচন্দ্রের নদিয়া ভাগ, রানী জ্যোতির্ময়ের নদিয়া ভাগ, গোপাল ভাঁড়ের নদিয়া ভাগ, ফুলিয়ার নদিয়া ভাগ, নিবাসের নদিয়া ভাগকে আমরা মানছি না নদিয়ার সাধারণ মানুষও মানছে না।

শান্তিপুরের ডাকঘর বাস স্ট্যান্ড থেকে ডঙ্কা বাজিয়ে তারা শান্তিপুর স্টেশন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী।

এ বিষয়ে মুকুটমণি অধিকারী বলেন, আমরা এর আগেও রানাঘাটেও পথে নেমেছিলাম। আগামী দিনে যদি নাম পরিবর্তন না হয় তাহলে ব্লকে ব্লকে আমরা এই প্রতিবাদ মিছিল করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *