আমাদের ভারত, ২৪ নভেম্বর: ৮ মাসের গুপ্তচর জীবনে পুলওয়ামা হামলার মত জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন তিনি। জম্মু-কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার নেপথ্যের নায়ক ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কট্টর বিরোধী হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিম মুনিরকে সেনা প্রধান হিসেবে নিয়োগ করল পাকিস্তান।
বৃহস্পতিবার নতুন সেনাপ্রধান হিসেবে তার নাম ঘোষণা করে ইসলামাবাদ। চলতি বছরে ২৯ নভেম্বর সেনাপ্রধানের পদ থেকে অবসর গ্রহণ করবেন জেনারেল কমার জাভেদ বাজওয়া। তার অবসরের এক সপ্তাহ আগেই নতুন সেনা প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মুনিরের নাম ঘোষণা করল শাহাবাজ শরিফ সরকার।
আনুষ্ঠানিকভাবে ওই পদে নিয়োগের জন্য তার নাম ইতিমধ্যে পাক রাষ্ট্রপতি আরিফ আলির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, লেফটেন্যান্ট জেনারেল মুনির সেনাপ্রধান হলে আবারও রক্তাক্ত হতে পারে কাশ্মীর। যা নয়া দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে।
আইএসআই ডিরেক্টর জেনারেল পদে আসীন ছিলেন তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলার ছক কষেছিল পাক মদদ পুষ্ট জঙ্গিরা। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই হামলার মাস্টারমাইন্ড ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুনির। তিনি আইএসআই ডিরেক্টর জেনারেল থাকাকালীনই উপত্যকার জঙ্গি কার্যকলাপ সবচেয়ে বেশি বেড়েছিল।