হিন্দু সংহতিতে ব্যাপক ভাঙ্গন ১৩ জন নেতা যোগ দিলেন হিন্দু জাগরণ মঞ্চে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ ফেব্রুয়ারি: নির্বাচনের লড়ার সিদ্ধান্ত নিতেই হিন্দু সংহতিতে ব্যাপক ভাঙন শুরু হল। আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলের ১৫ জন নেতা যোগ দিলেন হিন্দু জাগরণ মঞ্চে। ঘোলায় একটি অনুষ্ঠানে তাঁদের হাতে পতাকা তুলে দেন হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলা সম্পাদক রোহিত শর্মা।

হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর ডিভিশন কমিটির সভাপতি পার্থ দত্ত হিন্দু জাগরণ মঞ্চ যোগ দিয়ে বলেন, বাঙালি হিন্দুর জন্য একটা রাজনৈতিক দল করা উচিত এটা আমরা মনে করতাম এবং আমরা চাইতাম হিন্দু সংহতি একটি দল করুক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা কারা উচিৎ নয়, কারণ এখন এটা বিজেপি তৃণমূলের লড়াই হিসেবে দেখলে চলবে না এখন হচ্ছে পশ্চিমবঙ্গকে জেহাদিদের হাত থেকে বাঁচানোর লড়াই। আগে এই রাজ্যকে জেহাদী মুক্ত করা হোক, তারপর হিন্দু দল হবে। কিন্তু আমাদের এই পরামর্শের বাইরে গিয়ে হিন্দু সংহতি আলাদা দল ঘোষণা করে। আমাদের বক্তব্য ছিল যে দল কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে, তিন তালাক বন্ধ করেছে এবং যাদের সময় রাম মন্দির তৈরি হচ্ছে এবং হিন্দু শরণার্থীদের জন্য সিএএ এনেছে এবার আমরা তাদের সমর্থন করবো। কিন্তু হিন্দু সংহতি তা মানেনি, তাই আমরা আজ ১৩ জন কার্যকর্তা হিন্দু জাগরণ মঞ্চ যোগ দিলাম।

অনুষ্ঠানে হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন রাজ্য সম্পাদক অধ্যাপক উত্তম অধিকারী বলেন, হিন্দু সমাজে কোনও বিভাজন নয়, সমগ্র হিন্দু সমাজকে আজ এক সাথে চলতে হবে এবং পার্থ দত্ত আজ তাই করে দেখিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, আমাদের এখন শক্তি সঞ্চয় করতে হবে। জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বলিষ্ঠ যুবকদের দরকার, যেমন কুকুর তেমন মুগুর প্রয়োজন। জেহাদিদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমে কাজ করতে হবে। বাঙালি হিন্দুদের বাঁচাতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য যদি রক্ত ঝরার প্রয়োজন হয় তাহলেও তা করতে পিছপা হব না। পাশাপাশি তিনি বলেন, আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। হিন্দুদের জাগ্রত করতে হবে। তাই আমরা বলি তোমার মেয়ে নিয়ে যাচ্ছে– জাগতে রহ, তোমার মন্দির দখল করছে– জাগতে রহো, হিন্দু জাগো। পাশাপাশি তিনি আগামী বিধানসভা ভোটে দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন, তিনি বলেন ২১ এর নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি কারও নাম না করে বলেন, হয় এবার নয় নেভার, অতএব সর্বশক্তি দিয়ে আমাদের নেমে পড়তে হবে।

ছবি: বাঁ দিক থেকে, রোহিত সাউ, উত্তম অধিকারী, সোমক বন্দ্যোপাধ্যায়, সুপর্না চক্রবর্তী, রতন মণ্ডল।

আজ যারা হিন্দু জাগরণ মঞ্চের যোগ দিলেন, তাঁরা হলেন
পার্থ দত্ত, সহঃসভাপতি ব্যারাকপুর ডিভিশন কমিটি, হিন্দু সংহতি। আনন্দ সাউ, সদস্য, ব্যারাকপুর হিন্দু সংহতি ডিভিশন কমিটি। রাতুল চ্যাটার্জি, সদস্য,
ব্যারাকপুর হিন্দু সংহতি ডিভিশন কমিটি। সন্দীপ বিশ্বাস, খরদহ বিধানসভা অঞ্চলের সম্পাদক। গোবিন্দ সর্দার, পানিহাটি বিধানসভা অঞ্চলের সম্পাদক। মিঠুন দাস, উত্তর দমদম বিধানসভা অঞ্চলের সভাপতি। বিশ্বজিত দাস, পানিহাটি বিধানসভা অঞ্চলের আহ্বায়ক। ছোটন দাস, উত্তর দমদম বিধানসভা অঞ্চলের সম্পাদক। অভিজিত ঢালি, বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রমুখ।
সুজয় দাস, খড়দহ বিধানসভা অঞ্চলের সহ সভাপতি।
জ্যোতি প্রকাশ, হিন্দু সংহতির আই.টি সেল ও বৈদ্ধিক প্রমুখ। সুজন ভট্টাচার্য, ব্যারাকপুর বিধানসভা অঞ্চলের সভাপতি। প্রকাশ দে, ব্যারাকপুর বিধানসভা অঞ্চলের সম্পাদক।
মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রসার বিভাগের রাজ্য সম্পাদক সোমক বন্দ্যোপাধ্যায়, হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার বীরাঙ্গনা প্রমূখ সুপর্না চক্রবর্তী এবং পানিহাটি মণ্ডলের সম্পাদক রতন মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *