আমাদের ভারত, নদীয়া,২০ অক্টোবর: নদীয়ার হাঁসখালিতে বিজেপিতে ব্যাপক ভাঙ্গন। এক যুবনেতা সহ প্রায় ৩০০ জন বিজেপি কর্মী সমর্থক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এর ফলে সাংগঠনিকভাবে জোর ধাক্কা খেল বিজেপি। অন্যদিকে শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। শুধু বিজেপি নয়, প্রায় ২০০ জন সিপিএম কর্মী-সমর্থকও তৃণমূলে যোগ দেন।
রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার হাঁসখালি ব্লকের মামজোয়ান পঞ্চায়েতের যুব মোর্চার নেতা রঞ্জন বিশ্বাস আজ তৃণমূলে যোগ দেন। তিনি এতদিন বিজেপি যুব মোর্চার পাঁচটি অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি শুধু একা নন প্রায় ৩০০ জন বিজেপি কর্মী সমর্থক কে নিয়ে আজ তৃণমূলে যোগ দিলেন। এর ফলে দলের যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।
এছাড়া প্রায় ২০০ সিপিএম কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিধায়ক সমীর কুমার পোদ্দার তাঁদের হাতে পতাকা তুলে দেন। বিধায়ক জানান, এখনো পর্যন্ত বহু বিজেপি সমর্থক দলে আসতে চাইছে, আমরা তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে আগামীতে নিশ্চয়ই যোগদান করাবো।