আমাদের ভারত, বালুরঘাট, ১৩ ডিসেম্বর: মালিকের অনুপস্থিতিতে ক্যাশ বাক্স থেকে টাকা হাতানোর অভিযোগে কিশোরকে গণপ্রহার বালুরঘাটে। আক্রান্তকে চাইল্ড লাইনের হাতে তুলে দিল পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুর এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় ছুটে গিয়ে আক্রান্ত কিশোরকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় বালুরঘাট থানার পুলিশ। ঘটনা নিয়ে বালুরঘাট থানা ও পুরসভাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক দীপক মণ্ডল।
দোকান মালিক জানিয়েছেন, কাজের ফাঁকে তিনি একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। সেই সুযোগে ক্যাশ বাক্স থেকে টাকা হাতানোর চেষ্টা করে অভিযুক্ত। স্থানীয়রা তাকে পাকড়াও করে গণপ্রহার দিয়েছে। কিছু টাকা চুরি গিয়েছে তার।
বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন, পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে।