পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের অবহেলিত, নিপীড়িত এবং দারিদ্রসীমার নীচে বসবাসকারী যুবক- যুবতীদের গণ বিবাহ অনুষ্ঠিত হল চন্দ্রকোনা টাউনের আমডাংরা দড়বাড়ি ময়দানে। বিশিষ্ট আইনজীবী সমীর কুমার ঘোষের উদ্যেগে এই গণ বিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সূচনা করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।

উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নং ব্লকের বিডিও উৎপল পাইক ও জয়েন্ট বিডিও অভিজিৎ পোড়িয়া, চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র, এসবিআই চিফ ম্যানেজার সায়ন্তন পাত্র।


