Mass signature, Kolaghat, একাধিক দাবিতে সাগরবাড়হাটে বিদ্যুৎ গ্রাহকদের গণ স্বাক্ষর সংগ্রহ ও প্রচার সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ জুলাই: অবশেষে বিদ্যুৎ গ্রাহকদের লাগাতার আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর গৃহস্থ গ্রাহকের বাড়িতে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানো থেকে বিরত থাকবে বলে যে ঘোষণা করেছেন, সেই ঘোষণাকে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন “অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন”(অ্যাবেকা) তাদের নেতৃত্বে গড়ে ওঠা বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের ‘আংশিক জয়’ বলে অভিহিত করেছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কর্তৃক সমস্ত শ্রেণির বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর নির্দেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার, লাগানো স্মার্ট মিটার খুলে নিয়ে ডিজিটাল মিটার লাগানো সহ গ্রাহকদের বিভিন্ন দাবিতে ৫ জুলাই ‘অ্যাবেকা’র ভোগপুর জোনাল কমিটির পক্ষ থেকে কোলাঘাটের সাগরবাড়হাটে বিদ্যুৎ গ্রাহকদের গণ স্বাক্ষর সংগ্রহ ও প্রচার সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, জোনাল কমিটির নেতৃত্ব বাপ্পাদিত্য সাহু, চন্দন সামন্ত প্রমুখ।

প্রচার সভায় নারায়ণবাবু বলেন, উপরোক্ত দাবিতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে আগামী ২ রা সেপ্টেম্বর কলকাতায় গণডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। তারই প্রস্তুতিতে এদিনের এই গণস্বাক্ষর সংগ্রহ ও প্রচার সভার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *