পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা অঞ্চলের বটডাঙ্গা থেকে তিলাবুকা পর্যন্ত গণ মিছিল করলো সিপিআইএমের কর্মী সমর্থকরা।
এদিন এই মিছিলে কয়েকশো সিপিআইএম কর্মী উপস্থিত ছিলেন। এদিন মিছিল শেষে পথসভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। মূলত চাষি এবং ক্ষেতমজুরদের স্বার্থে এই গণ মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন নীলাঞ্জন ব্যানার্জি, প্রসেনজিৎ মুদি, কৃষ্ণপদ রায় সহ অন্যান্য বাম সংগঠনের সদস্যরা।