ঘাটালে বন্যার্তদের তৃতীয় সম্মেলন থেকে গণ অনশনের ডাক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দে বাধ্য করতে কেন্দ্রীয় সরকারকে চাপ সৃষ্টির জন্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ বিধানসভার সর্বদলীয় প্রতিনিধি দলকে দিল্লিতে পাঠানো ও রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করে শিলাবতী এলাকায় নদী ও খাল সংস্কারে হাত দেওয়ার দাবিতে আজ সকাল ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুলে( দুলাল চন্দ্র কর নগরে) বন্যায় ভুক্তভোগী জনসাধারণের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শুরু হয় শহিদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে। মাল্যদান করেন সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক সহ কমিটির পদাধিকারীগণ। এরপর প্রণব কুমার হড় মঞ্চে প্রতিনিধি সম্মেলন শুরু হয়। সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। কর্মসূচির উদ্বোধন করেন বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাই চন্দ্র পাড়ুই। স্মরণিকা প্রকাশ করেন কমিটির উপদেষ্টা মধুসূদন মান্না। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সমিতির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সম্মেলন উপলক্ষে সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইঞা, পঞ্চায়েত দপ্তরের রাস্ট্রমন্ত্রী শিউলী সাহা, নদী বিশেষজ্ঞ ডক্টর কল্যাণ রুদ্র প্রমুখ পদাধিকারীদের প্রেরিত শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি।

আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন “মেদিনীপুর জেলা বন্যা, ভাঙ্গন, খরা প্রতিরোধ কমিটি”র সম্পাদক পঞ্চানন প্রধান। মহকুমার বিশিষ্ট শিক্ষাব্রতী গৌরী শঙ্কর বাগ। সম্মেলনে দুই মেদিনীপুর জেলার তেরোটি ব্লকের প্রায় তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ঘাটালে গণঅনশন সহ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের মন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সম্মেলন থেকে ডাঃ বিকাশ চন্দ্র হাজরাকে সভাপতি, নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতিকে যুগ্ম সম্পাদক, কানাইলাল পাখিরাকে অফিস সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *