কুমারেশ রায় পশ্চিম, মেদিনীপুর, ২৮ মার্চ:
ঘাটাল মাস্টার প্ল্যান এখনো রূপায়িত না হওয়ার প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। ঘাটাল মাস্টার প্লানের অর্থ বরাদ্দের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে ২৮ শে মার্চ ঘাটাল কলেজ মোড়ে গণঅনশন হয়। ওই কমিটির নেতৃত্ব ছাড়াও চ্ছিলেন শতাধিক বানভাসি মানুষ।
সকাল আটটায় শুরু হয় গণ অনশন, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। আছেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি সহ কমিটির অন্যান্য সদস্যরা।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে প্রায় ১৬৫০ বর্গ কিমি এলাকার কুড়ি লক্ষাধিক মানুষকে বন্যার হাত থেকে রেহাই দিতে তৈরি হয়েছিল ‘ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু এখনো পর্যন্ত মাস্টার প্যান রূপায়িত হয়নি। ২০১৫ সালে গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশন ও কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রক অনুমোদন দিলেও কেন্দ্রীয় সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি।
কেন্দ্র ও রাজ্য উভয় সরকার মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে অর্থ বরাদ্দ না করার প্রতিবাদে এবং আগামী বর্ষার পূর্বে শিলাবতী এলাকায় কাজ শুরুর দাবিতে এই গণ অনশন।