মাধুকরী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে গণভাইফোঁটা বেলিয়াবেড়া থানায়

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর:
আজ ভাতৃদ্বিতীয়া। ভাই বোনের অটুট মেলবন্ধনের উৎসব। এই উৎসবকে একটু অন্যভাবে উদযাপন করল মাধুকরী সাংস্কৃতিক মঞ্চ ও বেলিয়াবেড়া থানা ও আমরা মঞ্চের সদস্যরা। বেলিয়াবেড়া থানার সমস্ত আধিকারিক ও পুলিশ কর্মীদের ফোঁটা দিয়ে উদযাপিত হল ভাইফোঁটা।

থানা চত্বরে স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে বসে এই ভাইফোঁটার আসর। এ বিষয়ে বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ বলেন, ‘সাংস্কৃতিক মঞ্চের এহেন উদ্যোগে সত্যি আমারা খুব খুশী। মাধুকরীর পক্ষ থেকে আমাদের পুলিশদের ভাইফোঁটা দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছেন তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পুলিশ আমাদের ঘরেও বোনেরা আছেন ওরাও অপেক্ষা করে থাকেন ফোঁটা দেওয়ার জন্য, আমাদেরও মন ব্যকুল হয়ে যায়। কিন্তু আমরা কোনো বছরই পারি না আমদের বোনেদের কাছ থেকে ফোঁটা নিতে। কারণ আমাদের ডিউটিটাই আমাদের কাছে সবার আগে। তাই মাধুকরী সাংস্কৃতিক মঞ্চের এই উদ্যোগে সকলেই খুব খুশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *