আমাদের ভারত,১৪ মার্চ:প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসের দাপট। ইতিমধ্যেই ভারতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে দুজনের। আর এর ফলেই আরও সতর্ক হয়েছে প্রশাসন। দেশজুড়ে N-95 সহ সব ধরনের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা অত্যাবশ্যক সামগ্রী হিসেবে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। জুন মাসের শেষ পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। সুলভ মূল্যে সব ব্যবসায়ীকে মাছ এবং স্যানিটাইজার বিক্রি করতে হবে। কোনরকম ফাটকা কারবার বা কালোবাজারি করা যাবেনা। তাহলে আইন অনুযায়ী সেই ব্যবসায় প্রতিষ্ঠান বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
মাস্ক এবং স্যানিটাইজার বিক্রির ক্ষেত্রে কোনরকম বেআইনি কার্যকলাপ সামনে এলে সাত বছর জেল পর্যন্ত হতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সমস্ত জায়গায় মাস্ক ও স্যানিটাইজার চাহিদামত মজুদ রাখার কথা বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে চাহিদা এবং যোগানের মধ্যে যদি বিভেদ তৈরি করা হয় তাহলেও কড়া পদক্ষেপ নেবে কেন্দ্র সরকার বলে জানিয়ে দেওয়া হবে।