ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টস নদীয়া ডিস্ট্রিক্ট ইউনিটের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে বিতরণ করা হল মাস্ক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ নভেম্বর:
নদীয়ার মানুষের মেলবন্ধনের পুজোৎসব কৃষ্ণনগরের জগদ্ধাত্রী এবং নবদ্বীপ ও শান্তিপুরের রাসযাত্রা। প্রতিবছরই নদীয়া সহ আশেপাশের বহু মানুষ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ও নবদ্বীপ, শান্তিপুরের রাস দেখবার জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু এবার বাদ সেধেছে সামাজিক দূরত্ব, স্যানিটাইজার।

দুর্গাপূজা এবং কালী পূজার মত জগদ্ধাত্রী পুজো এবং রাসেও রয়েছে উচ্চ আদালতের একগুচ্ছ বিধিনিষেধ। করোনা পরিস্থিতিতে তাই এই মহা উৎসবের ভিড় এড়াতে দরকার বাড়তি সতর্কতা, সচেতনতাও। উদ্যোগ ছোট হলেও এ নিয়ে এগিয়ে এলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টস (ডব্লু বি ইউ জে) , নদিয়া ডিস্ট্রিক্ট ইউনিটের সাংবাদিকরাও। দুদিন আগে কৃষ্ণনগরে এই সংগঠনের উদ্যোগে ফেস মাস্ক বিলি করা হয়েছিল। এবার রাস উৎসবেও একই সতর্কতার বার্তা দিতে আরও এক রকমের ফেস মাস্ক বিলি করা হল।

শুক্রবার নবদ্বীপ বড়াল ঘাট স্পোর্টিং ক্লাব ক্যাম্পাসে এই মাস্কের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। জগদ্ধাত্রী পুজোয় বিলি করা মাস্কে লেখা ছিল “জগৎ বন্ধন মাস্ক বন্ধন, জয় জগদ্ধাত্রী”। রাসের মাস্কে লেখা, “লীলা বন্ধন,মাস্ক বন্ধন, রাস পূর্ণিমা”। সংগঠনের জেলা ইউনিট সভাপতি অমিত ঘোষ জানান, সদস্য ছাড়াও অন্য সাংবাদিক বন্ধু এবং কিছু শুভানুধ্যায়ীর মধ্যে এই মাস্ক বিলি করা হয়েছে।

এই সাংবাদিক সংগঠনের উদ্যোগে প্রতি বছর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর রুট ম্যাপ ও পুজো গাইড পুস্তিকা বের করে সাধারণের মধ্যে বিনামূল্যে বিলি করা হয়। এবার কোভিড পরিস্থিতিতে পুজোর রুট ম্যাপ ইত্যাদি প্রকাশ করা যায়নি। তবে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে ও নিজেরাও সতর্ক থাকতে এবার এই ফেস মাস্ক দেওয়ার উদ্যোগ বলে সংগঠনের জেলা নেতৃত্ব জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *