জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: একুশে জুলাই শহিদ দিবসকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে তৃণমূল নেতা কর্মীরা ভার্চুয়াল সভার আয়োজন করে স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনেন। নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের আস্তি বুথে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। এদিন বিজেপি থেকে তৃণমূলে প্রায় ২৫টি পরিবার যোগদান করেন।
শালবনী ব্লকের বিভিন্ন অঞ্চলে শহিদ দিবস উপলক্ষ্যে সকালে চন্দ্রকোনা রোড, গোয়ালতোড়, সিঁজুয়া, ভীমপুর প্রভৃতি অঞ্চলে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। ভীমপুরে দলীয় পতাকা তোলার পর আজকের শহিদ দিবসের অনুষ্ঠানে বিজেপি সহ অন্যান্য বিরোধী দল থেকে প্রায় পাঁচশ কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। ২১ জুলাই উপলক্ষ্যে খড়গপুরে তৃণমূলের একটি মিছিল বের হয়।

খড়গপুর শহরের কৌশল্যা মোড় ও প্রেমবাজার এলাকা পরিক্রমা করে মিছিলটি। এদিন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে ফেডারেশন হলের বাইরে বড় স্ক্রিন লাগিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনেন নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা, মন্ত্রী মানস ভুঁইঞা।

