আমাদের ভারত, শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বর: কাশ্মীরে শহিদ জওয়ানকে দেওয়া হল না যোগ্য সম্মান। ক্ষোভে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো শহিদের পরিবার ও তার আত্মীয়রা। ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে।
পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সাল থেকে সেনা বাহিনীতে কর্মরত ছিলেন দার্জিলিংয়ের সুখিয়াপোখরির বাসিন্দা বিধান ঘিসিং। শেষে নায়েক পদে শ্রীনগরে কর্মরত ছিলেন তিনি। কিন্তু গত শনিবার শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ হন বিধান ঘিসিং। এরপর রবিবারই বিধান ঘিসিংয়ের পরিবারকে খবর দেওয়া হয় তিনি শহিদ হন। বুধবার বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছয় শহিদের দেহ। অভিযোগ, শহিদ বিধান ঘিসিংকে শেষ সম্মান জানানোর জন্য সেনার তরফ থেকে কোনও আধিকারিক উপস্থিতই ছিলেন না। এতে তীব্র ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের সদস্যরা। একজন শহিদকে চূড়ান্ত অপমান করায় ক্ষোভে রাস্তা অবরোধ করেন তার পরিবার। দীর্ঘক্ষণ বিমানবন্দরের বাইরে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রাক্তন জিএনএলএফ নেতা অজয় এডওয়ার্ড। তিনি পৌঁছে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে শেষ সম্মান দিয়ে বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।
শহিদের এক আত্মীয় বলেন, “দেশের জন্য এক শহিদ জওয়ানকে একজনও সম্মান জানানোর মতো কেউ নেই। এটা দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।”