আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর: মণিপুরে জঙ্গি হানায় শহিদ হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রামের বীর জওয়ান শ্যামল দাস। শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলা জুড়ে।
শনিবার মণিপুরের মায়ানমারের সীমান্তবর্তী চুরাচান্দপুর জেলায় জঙ্গি হামলার শিকার হয় অসম রাইফেলস। অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসারসহ মোট ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ওই কমান্ডিং অফিসার সহ তার স্ত্রী সন্তান এবং তার গাড়িচালক শ্যামল দাস ও দুই জোয়ান রয়েছেন। শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় খড়গ্রামের কৃত্তিপুর গ্রামে নেমেছে শোকের ছায়া।
শহিদ শ্যামল দাসের পরিবারে এই খবর আসয়েই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্যামল দাসের একটি আট বছরের সন্তান রয়েছে। শ্যামল দাসের নিথর দেহ ফেরার জন্য অপেক্ষারত পরিবারসহ মুর্শিদাবাদ জেলাবাসী।