স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ জুলাই: ছাত্রীর বাড়ি থেকে তার বিয়ের ঠিক করা হয়েছে, ঘটনার বিবরণ জানিয়ে স্কুল শিক্ষিকার কাছে অভিযোগ জানালেন ছাত্রী। ঘটনাটি নদিয়ার ধানতলা থানা এলাকার দত্তপুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমী ফর গার্লস স্কুলের।
১৪ বছর বয়সী নবম শ্রেণির ওই ছাত্রী সোমবার স্কুলের পঠন পাঠন শেষে শিক্ষিকাদের কাছে সে জানায় আগামী সোমবার দিন তার বিয়ে ঠিক করেছে তার বাড়ির অভিভাবকরা। কিশোরী ছাত্রী বিয়ে করতে চায় না, সে আরো পড়াশোনা করতে চায়। বাড়ির লোকজন জোর করে বিয়ে দিয়ে দেওয়ার আশঙ্কায় সে আর বাড়ি ফিরতে চায় না। স্কুল কর্তৃপক্ষ চাইল্ড লাইনে বিষয়টি জানালে নদিয়া চাইল্ড লাইনের প্রতিনিধি টিম এসে স্কুল থেকে উদ্ধার করে ওই কিশোরীকে। ধানতলা থানায় আইনি প্রক্রিয়া সেরে চাইল্ড লাইনের হোমে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়।
কিন্তু প্রশ্ন এটাই, যেখানে সরকারি তরফে বাল্য বিবাহ রোধে রয়েছে নানান আইনি বিধি নিষেধ। এবং বছরের পর বছর ধরে চলছে সচেতনতা বার্তা। তারপরেও আর কবে হুঁশ ফিরবে এইসব অসচেতন মানুষদের।