আমাদের ভারত, নদিয়া, ৩১ আগস্ট: এখনো হুঁশ ফেরেনি মানুষের। একদিকে যেমন করোনা সংক্রমণ বাড়ছে অন্য দিকে বাড়ছে মানুষের গাফিলতির ছবি। সংক্রমণ কমাতে মাসের নির্দিষ্ট দিন নির্ধারণ করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সোমবার ছিল অগাস্ট মাসের শেষ লকডাউন। কিন্তু লকডাউনের মধ্যেও অন্য চিত্র ধরা পড়ল শান্তিপুর থানার ঘোড়ালিয়ায়। লকডাউন আইনকে অমান্য করে, থানার ঢিল ছোড়া দূরত্বে বসল বাজার। সকাল থেকেই ছিল ক্রেতাদের আনাগোনাও। মাস্ক না পড়েই এবং সামাজিক দূরত্ব না মেনেই চলল বাজারে মানুষের আনাগোনা। লকডাউন আইন অমান্য করে কিভাবে এই ঘটনা ঘটল এবং এই ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।

