আমাদের ভারত, হাওড়া, ৪ এপ্রিল: করোনার সংক্রমণ এড়াতে এবার বাজার সরানো হল ফুটবল মাঠে। হাওড়া জেলাশহর বাঁকড়া আঞ্জুমান অথ্যালেটিক ক্লাবের ময়দানে বাজার সরানো হয়েছে।
ইতিমধ্যে ভিড় নিয়ন্ত্রণ করতে অনেক জায়গায় বাজার সরিয়ে নেওয়া হয়েছে খোলা মাঠে। এবার বাঁকড়াতেও একই সিদ্ধান্ত নেওয়া হল। ছোট এলাকায় একসঙ্গে বহু মানুষের জমায়েত যাতে না হয়, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল থেকে বাঁকড়ার সবজি বাজার আগের জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা হল স্থানীয় ক্লাবের খেলার মাঠে। একসঙ্গে বেশি মানুষ যাতে জমায়েত না করে সেই জন্য দফায় দফায় টহল দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিক্রেতারা যাতে বেশি দাম নিতে না পারেন, সেই জন্য সতর্কও করা হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে।
বড় জায়গার মধ্যে বাজারহাট করতে পেরে খুশি ক্রেতারাও। ক্লাবের সভাপতি জানান, ছোট জায়গায় না করে সোশ্যাল ডিসট্যান্স যাতে মেইনটেইন করা যায়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থাতে ক্রেতারাও খুশি।