আমাদের ভারত, নদিয়া, ২৪ আগস্ট: শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার দিব্যডাঙ্গা এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম বিশ্বনাথ দাস।
জানা গিয়েছে, তিনি পেশায় একজন তাঁত শ্রমিক।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা ঘাটওয়াল, শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালী এবং ফুলিয়া ফাঁড়ির ইনচার্জ মণিরুজ্জামান।
বিশ্বনাথ দাসের পরিবার দাবি করেছে, তিনি মাদক কারবারের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। পরিবারের বক্তব্য, তাদের এক নিকট আত্মীয়ই কিছু প্যাকেট রেখে গিয়েছিলেন, তবে তারা জানতেন না ওই প্যাকেটগুলিতে কী রয়েছে। আজ পুলিশের হানার পরই তারা জানতে পারেন ওইসব প্যাকেটে গাঁজা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও একজনের গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।