আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ অক্টোবর: অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের ডাকে একটি মিছিল অনুষ্ঠিত হল ক্যানিংয়ে। ক্যানিং রেলমাঠ থেকে এই মিছিল ক্যানিং শহর প্রদক্ষিণ করে। সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ডাকে এদিন ক্যানিংয়ে মিছিল হয়। মূলত চিটফান্ডের টাকা ফেরতের দাবিতেই এই মিছিল অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে গ্রাহকদের টাকা ফেরৎ দেওয়ার কোনো উদ্যোগ সরকারি ভাবে নেওয়া হচ্ছে না। এদিকে চিটফান্ড সংস্থাগুলির সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই বাজেয়াপ্ত করে রেখেছে সরকার। তবুও যে সমস্ত গ্রাহকরা টাকা পান তাঁদের কোনো টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত যাতে সেই উদ্যোগ নেওয়া হয় সেই দাবিতেই এদিন বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা।