TMC, Sabang, অপরাজিতা বিল ২০২৪- এর সমর্থনে সবং ব্লক মহিলা তৃণমূলের ডাকে মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: রাজ্য তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সবং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সবং- এর ১১ নম্বর মোহার দলীয় অফিস থেকে ১২ নং অর্জুনতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার মিছিল হয় রাজ্য বিধানসভায় পাশ হ‌ওয়া অপরাজিতা বিল ২০২৪- এর সমর্থনে। এই মিছিলে প্রায় হাজার চারেক মহিলা অংশগ্রহণ করে।

মিছিল শেষে অর্জুনতলায় একটি পথ সভায় বক্তব্য রাখেন মন্ত্রী মানস ভুঁইঞা। বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভুয়সী প্রশংসা করেন তিনি। যারা ন্যায় বিচারের দাবি করে এক মাস ধরে রাস্তায় বসেছিলেন, বাম- রাম সেই বন্ধুরা আজকে কোথায়? কেন রাজ্যপালকে বলছে না? কেন কেন্দ্র সরকারকে বলছে না? প্রমাণ হয়েছে, শুধুমাত্র বাংলাকে অশান্তি করার জন্য বাংলার মাটিতে একটা চক্রান্তের বীজ বপন করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ কর্মী থেকে নেতৃত্বরা। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞা, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ।

পাশাপাশি আজ মেদিনীপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজ্য বিধানসভায় পাশ হওয়া নারী সুরক্ষার স্বার্থে ‘অপরাজিতা’ বিলকে দ্রুত আইনে পরিণত করতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা গ্রহণের দাবিতে মেদিনীপুর শহরে প্রায় হাজার খানেক তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা সভানেত্রী মামণি মান্ডি, শহর সভানেত্রী মৌ রায়, কাউন্সিলর মৌসুমী হাজরার নেতৃত্বে তৃণমূলের জেলা কার্যালয় থেকে একটি মিছিল শহরের রিং রোড পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়।

অন্যদিকে শালবনী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে অপরাজিতা বিলে সমর্থন ও আইন প্রণয়নের দাবিতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে চকতারিনী মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঊষা কুন্ডু, ব্লক কমিটির সদস্য কাশেম খান সহ কয়েক হাজার মহিলা সমর্থক।

অপরদিকে রাজ্য তৃণমূলের নির্দেশে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মহিলাদের সুরক্ষার্থে অপরাজিত বিল আইন প্রণয়নের দাবিতে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের নেতৃত্বে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আষাড়ী বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ সেলিমা খাতুন বিবি, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সম্পাদক সেক আলতাব আলি, রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদিকা দিপালী সিং, অনুপম দাস, সহ সভাপতি, ডেবরা ব্লক মহিলা নেত্রী আসমিনা বিবি, মুনমুন সেন মন্ডল সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস এসসি- ওবিসি সেল, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্যা, প্রধান ও উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *