পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: ভারত সরকারের নির্দেশে সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার জাহালদায় আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের দেড়শো বছর পূর্তি দিবস। এই উপলক্ষে রাষ্ট্রবাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।

এদিনের কর্মসূচি শুরু হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। এরপর জাহালদা সংলগ্ন প্রধান সড়ক ধরে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক স্লোগানে মুখরিত এক বিশাল পদযাত্রা। পদযাত্রা শেষে স্থানীয় ময়দানে ১৫০টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বন্দে মাতরম সঙ্গীতের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি।

অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত হয়ে অংশ নেন এই জাতীয় আবেগঘন অনুষ্ঠানে। দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে এদিন একটি পথসভাও আয়োজিত হয়, যেখানে বক্তারা বন্দে মাতরম-এর ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় চেতনা জাগরণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

পথসভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত মন্ডল, জেলা নেতা রঞ্জন ঘোষ, দেব গোপাল বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা সকলেই একবাক্যে বলেন, বন্দে মাতরম শুধু একটি সঙ্গীত নয়, এটি ভারতবর্ষের আত্মার প্রতীক, যা আজও আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।”
এদিনের কর্মসূচি দেশাত্মবোধক গান, স্লোগান ও আলোয় আলোকিত প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। উপস্থিত সকলে জাতীয় সংহতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

