স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ ফেব্রুয়ারি: কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ পালিত হল ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়। আজ সকালে কৃষ্ণনগর সার্কিট হাউস থেকে শুরু এই ম্যারাথন, সদর মোড় হয়ে রাজবাড়ি হয়ে শেষ হয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে।
এদিনের ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৮০ জন পুরুষ এবং ৩৫ জন মহিলা প্রতিযোগী সহ মোট ২১০ জন। এদিনের সফল প্রতিযোগীদের হাতে ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা এবং ৭ হাজার ৫০০ টাকা, মেডেল এবং শংসাপত্র তুলে দেওয়া হয়।
এদিনের ম্যারাথন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ঈশানী পাল এবং পুলিশের অনান্য আধিকারিকরা।