জে মাহাতো, ঝাড়গ্রাম, ১৭ জুলাই: পুলিশের চর হিসেবে কাজ করার অভিযোগে রাঁচিতে এক ব্যক্তিকে হত্যা করল মাওবাদীরাl ঝাড়খণ্ডের রাঁচি জেলার তামাড় থানা এলাকার মহাবীর মুন্ডা নামে ওই ব্যক্তিকে গতকাল মাওবাদীরা অপহরণ করে নিয়ে গিয়েছিলl আজ তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের চরবৃত্তি করার অপরাধে তাকে হত্যা করা হয়েছে বলে ঘটনাস্থলে পোস্টার দিয়ে জানিয়েছে মাওবাদীরা। সিআরপিএফ সূত্রে এই খবর জানা গেছেl