আমাদের ভারত, ঝাড়্গ্রাম, ৩১ ডিসেম্বর: মঙ্গলবার সকালে ঝাড়্গ্রাম থানার বাঁশতলা এলাকার বান্ধগোড়াতে ঝাড়্গ্রাম থানার পুলিশ কয়েকটি মাওবাদীদের নামে লেখা পোস্টার উদ্ধার করেছে। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলিতে ছত্রধর মাহাতোকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তৃণমূল ও বিজেপি নেতাদের সঠিক উন্নয়ন করতে হবে নইলে দল ছাড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে। পোস্টার গুলির তলায় মাওবাদী লেখা রয়েছে। কে বা কারা এই পোস্টটার গুলি মাওবাদীদের নামে ফেলে দিয়ে গেছে তা তদন্ত করে দেখছে ঝাড়গাম থানার পুলিশ।