আমাদের ভারত, মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: মঙ্গলবার সকালে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হওয়ায় খড়্গপুরের বসন্তপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মেদিনীপুর সদর চক্রের এবং খড়্গপুর গ্রামীণ থানার বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে মঙ্গলবার সকালে মাওবাদীদের নামে লাগানো দুটি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা আতঙ্কে মুখ খুলতে চাননি।
প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে পোস্টার দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার দুটি ছিঁড়ে দেয়। খবর কাগজের উপর লাল কালিতে পোস্টার দুটিতে লিখেছিল রেশমির পক্ষে ভোট দিলে গণশুনানিতে ধোলাই হবে পেটাই হবে। পোস্টারের নিচে লেখা ছিল সিপিআই মাওবাদী। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।