জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ সেপ্টেম্বর:
রাস্তা নির্মাণকারী ঠিকাদারকে হুমকি দেওয়া বেশ কিছু মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের বেল পাহাড়ি এলাকা থেকে। জঙ্গলমহলে কর্মরত সিআরপিএফ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ মাওবাদীরা পোস্টারগুলো বেলপাহাড়ি বাজার সংলগ্ন হদরা মোড়ে লাগিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা সকালে পোস্টারগুলি দেখে বেলপাহাড়ি থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে সমস্ত পোস্টার তুলে থানায় নিয়ে আসে।

জানাগেছে, হদরা এলাকায় সৌরভ রায় নামে এক ঠিকাদার একটি রাস্তার কাজ করছেন। কিন্তু রাস্তা তৈরির ক্ষেত্রে তার বিরুদ্ধে নিম্নমাণের মালপত্র ব্যবহারের অভিযোগ তোলেন ওই এলাকার বাসিন্দারা। এর ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মাওবাদীরা সেই সুযোগ কাজে লাগিয়ে বেলপাহাড়ির হদরা এলাকায় পোস্টার লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মাওবাদীদের নাম করে কেউ এই ধরনের পোস্টার লাগিয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে বেলপাহাড়ি থানার পুলিশ জানিয়েছে।

