জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ আগস্ট:
স্বাধীনতা দিবসের দিনটিকে কালা দিবস হিসেবে পালন করার আহ্বান জানানো মাওবাদীদের নামাঙ্কিত বেশ কিছু পোস্টার উদ্ধার হয়েছে বেলপাহাড়ি থানার ভুলাভেদা এলাকা থেকে। আজ শনিবার সকালে ভুলাভেদা বাজারে এবং দোমোহানি বাসষ্ট্যান্ড এলাকায় সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলি দেওয়ালে লাগানো দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর বেলপাহাড়ি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলো তুলে নিয়ে যায়। প্রতিটি পোস্টারের নিচে সিপিআই মাওবাদী লেখা ছিল বলে পুলিশ সূত্রে জানাগেছে। মাওবাদীদের নামে কারা পোস্টারগুলি লাগিয়েছে তা খতিয়ে দেখছে ঝাড়্গ্রাম জেলা পুলিশ।